পোর্ট কলোনীতে মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চট্টগ্রামের বন্দর পোর্ট কলোনীতে এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ ও হত দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাছান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম।

সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দীন মোর্শেদের তত্ত্বাবধানধে উপস্থিত শিক্ষা উপমন্ত্রী উপমন্ত্রী নওফেল বলেন- ‘আমাদের সবার স্বাস্থ্যবিধি মেনে জীবন ও জীবিকা চালাতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার সবসময় জনগনের কল্যাণের কথা মাথায় রেখে দেশ পরিচালনা করে। বৈশ্বিক এ মহামারীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশ এখনো ভালো আছে। দেশের কোনো মানুষ না খেয়ে নেই। এছাড়া অর্থনৈতিকভাবেও আমরা অনেক দেশ থেকে এগিয়ে আছি। মহামারী মোকাবেলায় এ সময় সবার সচেতনতার প্রতিও গুরুত্ব দেন শিক্ষা উপমন্ত্রী।’

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ,হাছান গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব এম হাছান, সাবেক ছাত্রনেতা শওকত হোসেন জগলু, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রেদাওয়ানুল হক, আবদুল ওয়াহাব, মোসলেহ উদ্দীন আহমেদ শিবলী, ইলিয়াছ উদ্দীন, আবু সাঈদ সুমন, ফরহাদুল ইসলাম রিন্টু, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রাসেল, যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, সম্পাদক মন্ডলীর সদস্য কবির আহমেদ, কায়সার আহাম্মদ রাজু, শেখ রাসেল স্মৃতি সংসদ সভাপতি আলাউদ্দিন আলো,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন,তানজীব আহসান জিবু প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *