চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনা সংকটকালীন এই অবস্থায় জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। সরকারে এখনও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছে না। এই আপদকালীন সময়ে রাজনীতির উর্ধ্বে উঠে সবাইকে করোনা যুদ্ধে শরিক হতে হবে। জাতীয় টাস্কফোর্সের মাধ্যমে সমস্ত পেশাজীবী, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ের মাধ্যমে দেশের এই ক্রান্তিকালে সংকট মোকাবেলা করার মন-মানসিকতা নিয়ে সরকারকে উদ্যোগী হতে হবে। করোনা যুদ্ধে জয়লাভ করতে হলে এর কোন বিকল্প নেই।
তিনি আজ বুধবার (৬ মে) বাদশামিয়া রোডস্থ নিজ বাসভবন এর সামনে ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ও ১০ নং কাট্টলী ওয়ার্ডের অসহায় দরিদ্রদের জন্য ৫ শতাধিক পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে এবং বিভিন্ন পেশার ও অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা বলেন।
ডা. শাহাদাত আরো বলেন, দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাই এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে বাহির না হয়ে নিজেকে নিরাপদ রাখতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা একরামুল করিম, মহানগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, ডবলমুরিং থানা বিএনপি’র সভাপতি কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সেকান্দর আলম, আকবরশাহ থানা বিএনপির সহ-সভাপতি মহসিন চৌধুরী, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুক্তিযুদ্ধ ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মনজুর মিয়া, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, বিএনপি নেতা হাসান রুবেল, মোহাম্মদ হেলাল, নওশাদ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply