বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ ছালাম, চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার ও সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার এর সার্বিক তত্ত্বাবধাণে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে ৬ মে বুধবার সেবা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে করোনা পরিস্থিতিতে সেবা প্রদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য উপহার স্বরূপ ইফতারে আহার ও মির্জাপুল অসহায় ও দরিদ্র্য মানুষের মাঝে ইফতার স্বরূপ আহার বিতরণ করা হয়।
দিনব্যাপী অন্যান্য কার্যক্রমের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে সম্প্রতি সৃষ্ট মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে খুলশী এলাকাস্থ শতাধিক বিহারীদের মাঝে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
এছাড়া চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা, বান্ডেল রোড, পাঁচলাইশ, হামজারবাগ, মুরাদপুর, কল্পলোক, বহদ্দারহাট, এককিলোমিটার, রসুলবাগ, দেওয়ান বাজার, ফিরিঙ্গী বাজার সহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবারে মানবিক সহায়তার উপহার স্বরূপ ফুড প্যাকেজ বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব উপ প্রধান-২ মোঃ মঈনুল ইসলামসহ যুব সদস্যবৃন্দ।
ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে নিয়মিত যুব স্বেচ্ছাসেবকসহ যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কার্যালয়ে আগত প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply