২৪ ঘণ্টা ডট নিউজ:::চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১৯৮ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে তবে এর মধ্যে এক জন আগেই মারা গেছেন।
আক্রান্তদের মধ্যে নগরীতে ১৪ এবং দুই উপজেলায় ৪ জন রয়েছেন।
এছাড়া ভিন্ন নোয়াখালী জেলার চাটখিলে এক জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯০টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১৫৮ জন।
বিআইটিআইডির পরীক্ষায় চট্টগ্রামের শহরে আক্রান্তরা হলেন:- দক্ষিণ নালাপাড়া পুরুষ (বয়স ৩৫), শুলকবহর কিশোর (বয়স ১০), কর্নেলহাট পুুুরুষ (বয়স ৫৭) ঈদগাহ বড় পুকুর পাড় গাছতলা এলাকায় দুজন পুরুষ রোগী (বয়স ৩৫ ও ৩১) হালিশহর রামপুরা এলাকায় দুজন পুরুষ (বয়স ৫৫ ও ৩৮), এনায়েত বাজারে দুইজন পুরুষ (বয়স ৬০ ও ২৮), রাহাত্তারপুলে একজন পুরুষ (বয়স ১১), পাঁচলাইশে একজন পুরুষ (বয়স ৪০), আকবরশাহ এলাকায় একজন নারী (বয়স ২৪) এবং কোতোয়ালী এলাকায় একজন নারী (বয়স ৪৪)।
এছাড়া সাগরিকা ১ জন করোনা শনাক্তের আগেই মারা গেছেন। ৬০ বছর বয়সী ওই ব্যক্তির নাম সগির আহমেদ।
নগরীর বাইরে জেলার মধ্যে করোনা শনাক্ত লোহাগাড়ায় দুই পুরুষ বয়স (৩৭ ও ৪৫),পদুয়ায় এক নারী এবং সাতকানিয়ায় ৩৮ বছর বয়সী ১ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের বারো জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply