নিলয় ধর,যশোর প্রতিনিধি::যশোর জেলার অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা এলাকার মধ্যবর্তী সরখোলা গ্রামের ১টি বিলের ফাঁকা জায়গায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ২ জন র্যাব সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল ও শতাধিক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রামের ড্রাইভার পাড়ার মোসলেম মোল্যার ছেলে মারুফ মোল্যা (২৬) নিহত হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার(৭ মে ২০২০) সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার সরখোলা গ্রামে।
এই ব্যাপারে খুলনার (র্যাব-৬) এর অধিনায়ক লেঃ কর্ণেল রওশন কবীর জানিয়েছেন, চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা এলাকার মধ্যবর্তী সরখোলা গ্রামের একটি বিলের ফাঁকা জায়গায় নিহত মারুফ মোল্যা সহ আরও ২/৩ জন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল ভাগাভাগি করছিল।
খুলানার র্যাব-৬ এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুইজন র্যাব সদস্য আহত হয়।পরবর্তীতে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে মারুফ মোল্যা র্যাবের ছোড়া গুলিতে আহত হয়। এবং অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে র্যাবের সদস্যরা আহত মারুফ মোল্যাকে হাসপাতালে নেওয়ার পথে মারুফ মোল্যার মৃত্যু হয়।
এই সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল ও আনুমানিক ১০০ এর বেশি বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, বলে র্যাবের পক্ষ থেকে জানিয়েছে। বিশ্বস্তসূত্রে জানা গিয়েছে , পালিয়ে যাওয়া দুই/তিন জন মাদক ব্যবসায়ীদের মধ্যে অভয়নগরের মাদক সম্রাট জিএম ছিলো। নিহত মারুফ মোল্যার লাশ বর্তমানে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। আহত র্যাবের দুইজন সদস্যকে খুলনায় নেভি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছে, অভয়নগরে র্যাবের সাথে মাদক কারবারিদের গোলাগুলিতে ১জন নিহত হয়েছে। এই ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
২৪ ঘন্টা/এম আর
Leave a Reply