নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, দুই ভাইসহ নিহত ৩

নারায়ণগঞ্জের বন্দরে ছয় তলা একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। যাদের মধ্যে আছেন দুই ভাই। আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (৮ মে) সকাল ছয়টার দিকে বন্দর উপজেলার মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুই সহোদর মাসনুন ও জিসান। অন্যজন এক নারী। তার নাম লাবনী। বিস্ফোরণে পাশের একটি চার তলা বাড়ি ও একটি টিনশেড বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের মোল্লাবাড়ি এলাকার রাবেয়া মঞ্জিলের নিচতলার একটি কক্ষে সেপটিক ট্যাংকটি অবস্থিত। সকাল ছয়টার দিকে বিকট শব্দে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটলে কক্ষটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ঘুমিয়ে থাকা দুই দুই সহোদর মাসনুন ও জিসান।

বিস্ফোরণের সময় রাবেয়া মঞ্জিলের পাশের চারতলা ভবনের একটি দেয়াল পার্শ্ববর্তী একটি টিনশেড ভবনের ওপর পড়লে সেখানে থাকা অন্তঃসত্ত্বা নারী লাবনী, তার মেয়ে নাবিলা, পার্শ্ববর্তী ভবনের মালিক ও তার এক ছেলে এক মেয়েসহ পাঁচজন আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর লাবনী মারা যান। মারা যাওয়ার লাবনীর মেয়ে নাবিলার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

২৪ ঘন্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *