করোনা মোকাবেলায় সরকারের হযবরল সিদ্ধান্তে জনগণ মৃত্যুর মুখে পতিত হচ্ছে: চট্টগ্রাম মহানগর যুবদল

বিএনপি‘র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ ১৪ রমজান শুক্রবার (৮ মে)  বিকালে নগরীর ৭ নং পশ্চিম ষোলশহর ও ৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড এলাকায়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় যথেষ্ট সময় পাওয়ার পরও সরকারের হযবরল সিদ্ধান্তে দেশের মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। সরকার করোনা মহামারীতেও দেশের জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ জাতীর এই দুঃসময়েও লুটপাটে ব্যস্ত। নেতৃবৃন্দ ফ্রন্টলাইন করোনা যোদ্ধা ডাক্তার, নার্স সহ অন্যান্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পবিত্র রমজান মাসে করোনা মহামারীতে শপিং মল খুলে দিয়ে জাতীর সাথে আরো একটি তামাশা করলো শাসকগোষ্ঠী। ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার আহবান জানান।

এসময় নেতৃবৃন্দ সমাজের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি আজমল হুদা রিংকু, মোহাম্মদ আলী সাকী, সি.যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লেবু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, ওমর ফারুক, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক মাহবুবুর রহমান, হাফেজ কামাল উদ্দিন থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন, মোহাম্মদ নাছির, ৭নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জাবেদ হোসেন, যুগ্ম আহবায়ক সোলেমান মনা, সাইফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল, রাসেল আহমদ, শাহাদাত হোসেন, সানি আহমদ প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *