অসহায় পশু-পাখীদেরও খাবার দিয়ে বাঁচিয়ে রাখা উচিত:চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন আজ দুপুরে নগরীর কাজীর দেউড়িস্থ স্টেডিয়াম এলাকার অভুক্ত ভবঘুরে কুকুরদের খাবার দিয়েছেন।

সিটি মেয়রের উদ্যোগে কুকুরদের জন্য প্রত্যেক পাড়ায় মহল্লায় আজ প্রায় ১ মাস যাবত এই রান্না করা খাবার বিতরণ চলছে।

রান্নাকরা খাবারগুলো প্রতিদিন বিভিন্ন পশুপ্রেমী ব্যক্তি ও সংশ্লিষ্ট সংগটনের মাধ্যমে পরিবেশন করা হয়ে থাকে।

খাবার দেয়াকালে মেয়র বলেন, দীর্ঘ প্রায় দুমাস যাবত অঘোষিত লক ডাউনের কারণে দেশের প্রাণীকূল বিশেষ করে কুকুরগুলো অভুক্ত অবস্থায় অসহায়ভাবে দিন পার করছে। দোকাপাট রেস্তোরাঁগুলো বন্ধ থাকায় কুকুরগুলো এখন খেতে না পেয়ে অসহায় হয়ে পড়ছে। জ্বালাতন করছে পাড়া প্রতিবেশিদের। আমাদের চিন্তা করতে হবে তাদেরও প্রান আছে,বেঁচে থাকার জন্য তাদেরও খাদ্যের প্রয়োজন। স্বাভাবিকাবস্থায় এই কুকুরগুলো প্রতিদিন গড়ে এক কেজি ময়লা আবর্জনা খেয়ে আমাদের পরিচ্ছন্ন কাজের অংশীদারিত্ব করছে। সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা মানুষের জন্য সাহায্য নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছি সেভাবে অসহায় পশু-পাখী, বিড়াল-কুকুরকেও আমাদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখা উচিত। কারণ পৃথিবীর ভারসাম্য রক্ষায় প্রত্যেক প্রাণীরই প্রয়োজন রয়েছে। আর কুকুরতো প্রভুভক্ত একটি প্রানীও বটে।

খাবার দেয়ার সময় সাংবাদিক আলী আব্বাস, ফারুক, ছাএনেতা দিদারুল আলম, হেলাল উদ্দিন, যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুন, আনিছ, জসিম উদ্দিন, পেয়ারু, মোশাররফ হোসেন লিটন,টিপু দাশ প্রমূখ সিটি মেয়রের সাথে ছিলেন।

আইনজীবী ক্লার্কদের মধ্যে ভোগ্যপণ্য বিতরণ করলেন সিটি মেয়র

করোনা সংক্রমণের এই দুর্যোগ সময়ে চট্টগ্রাম আদালতের ১শত জন আইনজীবী ক্লার্কদের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ভোগ্যপণ্য বিতরণ করেছেন। এই উপলক্ষে গতকাল চট্টগ্রাম আদালত ভবন আইনজীবী ক্লার্ক এসোসিয়েশন কার্যালয়ে ভোগ্যপণ্য বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন,করোনা ভাইরাস সংক্রমণের এই দুর্যোগ সময়ে স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। দীর্ঘদিন আদালত বন্ধ থাকার কারনে এর সাথে সংশ্লিস্টরা নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। এই বিষয়টি মানবিক বিবেচনায় তাদের পাশে দাঁড়িয়েছি। এদিকে জামিন শুনানী না হওয়ার কারনে জামিন পাওয়ার হকদারেরা জামিন পাচ্ছেন না। বিষয়টি অনেক দু:খজনক। মেয়র বলেন, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও সুবিধা বঞ্চিত মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে। করোনা পরিস্থিতিতে আদালতের আইনজীবী ক্লার্করা মানবেতর কষ্টে দিনাতিপাত করছেন। মধ্যবিত্ত শ্রেণীর এই মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। মানুষের জীবন জীবিকা রক্ষায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তবে মানবিকতার তাগিদে সরকারের পাশাপাশি বিত্তবান শ্রেণীকেও মানুষের পাশে দাঁড়ানোর আজ সঠিক সময়। চট্টগ্রাম আইনজীবী ক্লার্ক এসোসিয়েশন সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বক্তব্য রাখেন। এসময় আইনজীবী ক্লার্ক এসোসিয়েশন সাধারণ সম্পাদক তাপস ধর, ক্লার্ক এসোসিয়েশন সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকী, আইনজীবী সহকারী শংকর দাশ,আবু সালেহ জঙ্গিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *