বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ ১৫ রমজান শনিবার (৯ মে) বিকালে নগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ড এলাকায়।
এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, দীর্ঘদিন বিনা ভোটে ক্ষমতায় থেকে সব কিছুই হালকাভাবে নেয় শাসকদল। বৈশ্বিক মহামারী করোনাকেও হালকাভাবে নিয়ে আজ আমাদের নিরীহ জনগণের জীবন ও জীবিকা বিপর্যস্ত করেছে আওয়ামীলীগ। ত্রাণ লুটপাট করোনার ন্যায় সারাদেশের ৬৪ জেলায় অব্যাহত। আজ গাজীপুরে বেতনের দাবীতে পোষাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণ করোনা মোকাবেলায় ব্যর্থ সরকারের দেউলিয়াত্ব প্রকাশের নমুনা। জাতি ক্ষমা করবে কি নির্লজ্জ এই শাসকগোষ্ঠিকে ?
তিনি এসময়, সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টলার ব্যবসায়ী নেতৃবৃন্দ সব মার্কেট-শপিং মল বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদেও ধন্যবাদ জানান। আগে জীবন তারপর জীবিকা। পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি আবদুল করিম, বায়েজিদ থানা আহবায়ক অরুপ বড়ুয়া, পাঁচলাইশ থানা আহবায়ক মোহাম্মদ আলী সাকী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, রাশেদুল হাসান লেবু, সেলিম উদ্দিন রাসেল, জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক আতিকুর রহমান, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, বায়েজিদ থানা যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, সাহেদ হোসেন খান পারভেজ, ওসমান গনি, নিজাম উদ্দিন, ৩নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ হাসান, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, মহিউদ্দিন, আলমগীর, তাজিমুল ইসলাম, সাজ্জাদ হোসেন সাজু, কাইয়ুম, নুরুল ইসলাম, তারেক প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply