ঐক্যফ্রন্টের মহাসমাবেশ ২২ অক্টোবর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

একই সঙ্গে আগামী শুক্রবার (১৮ অক্টোবর) ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করায় ছাত্রলীগের হাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাতে রাজধানীতে নাগরিক সমাবেশ করার বিষয়েও আলোচনা হয়।

দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া প্রমুখ অংশ গ্রহণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *