রাউজানে করোনা আক্রান্ত সিএনজি চালক, বাড়ি লকডাউন

রাউজানে সিএনজি চালক করোনা আক্রান্ত

২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ডাবুয়া ইউনিয়নে এক সিএনজি চালকের নমুনা পরীক্ষায় একটিতে নেগেটিভ এবং অপরটিতে করোনা পজেটিভ এসেছে। তার বাড়ি লকডাউন করে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

জানা গেছে, কিছুদিন পূর্বে ওই সিএনজি চালকের শরীরে জ্বর অনুভব হওয়ায় সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নেন। তবে ঔষধ সেবনের পরও শরীরের জ্বর না কমায় তার নমুনা সংগ্রহ করা হয়।

আজ ১০ মে রবিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে তার নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া যায়। তবে বর্তমানে সিএনজি চালকের শরীরে করোনার কোন উপসর্গ নেই। এরপরও তাকে হোম কোয়ারিন্টনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় যাতে তার পরিবারে খাদ্য সংকট না হয় সেজন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ ও রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর পক্ষ হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তার পরিবারে প্রদান করা হয়।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীনের মোবাইলে ফোন করলে কল রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে ওই সিএনজি চালকের নমুনায় একটিতে নেগেটিভ আর একটিতে পজেটিভ আসায় আগামীকাল সোমবার পুনরায় তার নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

২৪ ঘণ্টা/নেজাম রানা/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *