২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একদিনেই প্রাণঘাতী করোনার ছোবলে আক্রান্ত হয়েছে ১০ জন। আক্রান্তের তালিকায় আছেন সরকারি ৬ কর্মকর্তাও। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ জন।
আক্রান্ত সরকারি কর্মকর্তারা উপজেলার কৃষি, মৎস্য ও পল্লী উন্নয়ন কার্যালয়ে বিভিন্ন দপ্তরে কর্মরত এবং উপজেলার সরকারি কোয়াটারে থাকেন বলে জানা গেছে।
আজ ১০ মে রবিবার দুপুরে চট্টগ্রামে করোনা পরীক্ষার ২য় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয (সিভাসু) ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় উপজেলার ১০ জন আক্রান্ত হওয়ার তথ্য দেন জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। এর ঘন্টা খানেক পরে আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব পালিত।
তিনি বলেন, রাঙ্গুনিয়ায় একদিনে ১০ জন করোনা সনাক্ত হয়। এর মধ্যে কৃষি, মৎস্য ও পল্লী উন্নয়ন কার্যালয়ে কর্মরত ৬ জন সরকারি কর্মকর্তা রয়েছেন। এক কর্মকর্তার স্ত্রী ও অন্য এক কর্মকর্তার দুই বছরের সন্তানও করোনায় আক্রান্ত হয়েছে।
তাছাড়া বাকি অন্য যে দুজন আজ করোনা সনাক্ত হয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি উপজেলা পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও এবং অন্যজন সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা। গত ৩ মে এদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো।
বর্তমানে করোনা সনাক্ত সকলেই বাসায় আছেন। তবে হাসপাতালের আইসোলেশনে নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।
করোনা সনাক্ত হওয়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। তিনি বলেন, আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থানে কাজে গিয়েছেন। ফলে তাদের সংস্পর্শে আসাদেরও নমুনা পরীক্ষা করা হবে।
২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স
Leave a Reply