রাউজানে প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

রাউজানে প্রতিবন্ধিদের খাদ্য সহায়তা দিলেন সাংসদ ফজলে করিম

২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চোধুরী এমপি নিজের হাতে প্রতিবন্ধী ও এতিমদের খাদ্য সহায়তা প্রদান করেন।

রাউজান সেন্ট্রাল বয়েজ অব রাউজান এবং ব্রাদার্স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় গতকাল ১০ মে রবিবার উপজেলা অডিটোরিয়ামে অসহায় সাড়ে ৩শ এতিম ও প্রতিবন্ধীর মধ্যে এসব খাদ্য সহায়তা তুলে দেন তিনি। 

জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশে সাংসদ ফজলে করিম চৌধুরীর পৃষ্টপোষকতা ও তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরীর ব্যবস্থাপনায় রাউজান উপজেলার প্রতিবন্ধী ও এতিমদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের উদ্দ্যেগ নেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

এরই অংশ হিসেবে গতকাল রবিবার রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম। এসময় তিনি অসহায় প্রতিবন্ধিদের সাহায্যার্থে  সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে প্রায় সাড়ে তিনশ এতিম ও প্রতিবন্ধীদের হাতে খাদ্য তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবির সোহাগ, ছাত্র নেতা দীপলু দে দীপু।

ব্রাদার্সের সাধারন সম্পাদক শোয়েব ইমরানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, ব্রাদার্স সভাপতি শাহাদাত রিফাত, পৌর যুবলীগ সেক্রেটারী জিয়াউল হক রোকন, আবু ছালেক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, শাওন দে, ইমতিয়াজ জামাল, নকিব, চিশতি, ফাহিম, নয়ন, মিনহাজ, সোহেল, রিয়াদ, এরফান সৌরভ, সাইমন, সাজ্জাদ, হাসান মির্জা ফাহিম, সাকিব রাজিন, কায়সার প্রমুখ।

২৪ ঘণ্টা/নেজাম রানা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *