২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নতুন করে আরও ১৩ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের স্যাম্পল টেস্ট করে ১৩ জনের শরীরে করোনা পজিটিভ আসে।
বাকী ১৭৪ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়। ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে ১১জন কক্সবাজারের এবং বাকি দু’জন বান্দারবান জেলার।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজার সদরে ২ জন, চকরিয়া উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন এবং পেকুয়া উপজেলার ২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে কক্সবাজার জেলায়।
কক্সবাজারে এ পর্যন্ত করোনা পজেটিভের সংখ্যা দাড়ালো ৯১ জনের। বান্দরবান জেলায় শনাক্ত হল ৯ জন।
২৪ ঘণ্টা/ইসলাম মাহমুদ/আর এস পি
Leave a Reply