২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা জয় করে নিজের পেশায় ফিরে রোগীদের সেবায় ফের ব্যস্ত হয়ে পড়েছেন চট্টগ্রামের তরুণ চিকিৎসক আসিফুল হক।
হাসপাতালে এবং বাসায় দীর্ঘ প্রায় এক মাসের লড়াই শেষে করোনাকে কাবু করে গতকাল রোববার (১০ মে) তিনি ফিরলেন চিকিৎসা জীবনের নিজের প্রথম সরকারি কর্মস্থল বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
হাসপাতালটির জরুরি বিভাগে যোগ দিয়ে গতকাল দিনভর তিনি হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। এসময় রোগী ও তাদের স্বজনদের শুনিয়েছেন করোনা জয়ের গল্প। পাশাপাশি করোনা সংক্রমণ থেকে বাঁচতে রোগীদের নানা ধরনের পরামর্শও দিচ্ছেন করোনা জয়ী এ চিকিৎসক।
জানা যায়, হঠাৎ করে শরীরে জ্বর সর্দি কাশি অনুভব করলে চিকিৎসক আসিফুল হক নিজ উদ্দ্যেগেই চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন গত ১২ এপ্রিল।
দুদিন পর তার নমুনায় করোনা ধরা পড়লে গত ১৪এপ্রিল তিনি চিকিৎসার জন্য ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে।
সেখানে প্রায় ১০ দিন চিকিৎসা সেবা নেয়ার পর গত ২৪ এপ্রিল হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন এ চিকিৎসক। পরে নিজের বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে গতকাল রবিবার তিনি ফের যোগ দেন তার কর্মস্থলে।
আসিফ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ৫২তম ব্যাচের ছাত্র ছিলেন।
৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে গত বছরের শেষের দিকে সরকারি চিকিৎসক হিসেবে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। সরকারি চিকিৎসক হিসেবে এটাই তাঁর প্রথম কর্মস্থল।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply