চট্টগ্রামে করোনায় মারা গেল ৬৫ বছরের নারী, মৃতের সংখ্যা বেড়ে ২০

চট্টগ্রামে করোনায় মৃত্যু

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে চট্টগ্রামে কর্ণফুলি উপজেলার চরপাথরঘাটা ইছানগর গ্রামের বাসিন্দা বৃদ্ধা আমেনা বেগম (৬৫)।

আজ ১১ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর তালিকায় যুক্ত হলো আরো একজন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা.আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সন্ধ্যায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত হয়ে মৃত নারীটি চট্টগ্রামের কর্ণফুলি চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর কর্ণফুলী ডকইয়ার্ড সংলগ্ন এলাকার বাসিন্দা।

করোনায় মৃত নারীর পারিবিারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তখন তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে পাঠানো হয়।

পরে কিছুটা সুস্থ অনুভব হলে গত ২৭ এপ্রিল তাকে হাসপাতাল থেকে বাড়ি নেওয়া হয়। বাড়ি আসার পরদিন ২৮ এপ্রিল রাতে বিআইটিআইডিতে তার করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়।

এরপর আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৪ দিনের বেশি সময় ধরে চিকিৎসাধীন থেকে অবশেষে করোনার কাছে হার মেনেছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম নামে ভেরিফাইড ফেসবুক লাইভে এসে জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানিয়েছেন চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ২৬৮ জন।

আজ সোমবার নতুন করে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা জয় করে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।

২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *