২৪ ঘণ্টা ডেস্ক নিউজ : করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে মানবিক চট্টলা সামাজিক সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক অলিগলিতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
একটি ট্রাকযোগে স্বেচ্ছাসেবক গন নগরীর জিইসি মোড় থেকে এই ইফতার সামগ্রী বিতরণ শুরু করে নগরীর বিভিন্ন সড়কের অলিগলিতে প্রবেশ করে কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এই বিষয়ে জানতে চাওয়া হলে সংগঠনটি উদ্যোক্তা মোশরফ হক চৌধুরী পাবেল বলেন, আমরা দীর্ঘদিন ধরে মানবিক চট্টলার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। সেই কাজেই অংশ হিসেবে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে করোনা ভাইরাস এর কারনে কর্মহীন অসহায় মানুষের মাঝে আমরা এই ইফতার বিতরণের কর্মসূচী হাতে নিয়েছি।
তিনি আরো বলেন, তাদের এই কর্মসূচি পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে। তিনি সমাজের সকল স্তরের মানুষকে যার যার সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।
২৪ ঘন্টা/এম আর
Leave a Reply