যশোর প্রতিনিধি:::যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনার নমুনা পরীক্ষায় ৪ জেলায় নতুন করে আরো ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
১৫১টি নমুনা পরীক্ষা করে ১৫ টিতে করোনার অস্তিত্ব পাওয়া গেছে । এর মধ্যে যশোরে ৫ জন করোনা পজেটিভ বলে শনাক্ত হয়।
মঙ্গলবার সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
যশোরে আক্রান্ত ৫ জনই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে নমুনা পরীক্ষা করেছিলো। এর মধ্যে ১ জনের বাড়ি ঝিনাইদহ মহেশপুর উপজেলার লাটিমা বাজার। ১ জনের বাড়ি রেলগেট ও ১ জনের রুপদিয়া। বাকি ২ জনই যশোর ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালের স্বাস্থ্য সেবী।
বিষয়টি নিশ্চিত করেছে যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ।
সোমবার যবিপ্রবি ল্যাবে মোট ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরের ৩২টি, ঝিনাইদহের ২১টি, মাগুরার ৩৬টি এবং চুয়াডাঙ্গার ৬২টি নমুনা ছিল। ফলাফলে দেখা যায় যশোরের ৩২টির মধ্যে ৫ টি, ঝিনাইদহের ২১টির মধ্যে ১টি, মাগুরার ৩৬টির মধ্যে ৪টি এবং চুয়াডাঙ্গার ৬২টির মধ্যে পাঁচটি নমুনা পজেটিভ।
বাদবাকি ১৩৬টি নমুনার ফল নেগেটিভ হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর (ড. ইকবাল কবীর জাহিদ) এই তথ্য নিশ্চিত করেছে।
২৪ ঘন্টা/এম আর
Leave a Reply