সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ফার্মেসীকে জরিমানা

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি::::মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সীতাকুণ্ডে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।

এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (১২মে) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলায় দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান সীতাকুণ্ড পৌর সদরে উক্ত অভিযান পরিচালনা করেন।

এসময় বিভিন্ন ওষুধের দোকানে (ফার্মেসী) মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচটি মামলায় পাঁচজন দোকানীকে দোষী সাব্যস্ত করে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়।

জরিমানা আদায়কৃত ফার্মেসীর মধ্যে রয়েছে আল আমিন ফার্মেসী ২ হাজার টাকা,আশরাফা ফার্মেসীকে ৫ হাজার টাকা, ভাই ভাই মেডিকেল স্টোরকে ৩ হাজার টাকা এবং কামাল মেডিকেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রুবেল নাথ নামের এক ভুয়া ডাক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার ডেন্টাল স্কয়ারকে সিলগালা করে দেওয়া হয়।

করোনা ভাইরাস এবং পবিত্র মাহে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এবং সরকারী নিয়ম নীতি পালন নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় বলে জানান
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়সহ সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

২৪ ঘন্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *