২৪ ঘণ্টা ডট নিউজ; রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি::::এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছাড়ার ভরা মৌসুমে থেমে নেই ইঞ্জিনচালিত বালুভর্তি নৌযানের অবাধ চলাচল।
এছাড়া একের পর এক অভিযান চালিয়েও পুরোপুরি বন্ধ করা যাচ্ছেনা মৎস্যজীবিদের অপতৎপরতা। হাজার হাজার মিটার ঘেরজাল জব্দ করে পুড়িয়েও বন্ধ নেই জালপাতা।
হালদা নদীতে চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১২ মে) নদীতে অভিযান চালিয়ে হালদা নদীর আমতুয়া এলাকায় বালুভর্তি যান্ত্রিক নৌযানের ইঞ্জিন ধ্বংস করে নৌযানটি নদীতে ডুবিয়ে দেয় রাউজান উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
এ সময় রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাউজান উপজেলা সি. মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, রাউজানের সংবাদকর্মী ও আনসার সদস্যরা ছিলেন।
দুপুরে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে অভিযান শুরু হয়ে মগদাই, নাপিতের ঘাট, রামদাশ হাট, উরকিরচর হয়ে মদুনাঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদী ঐতিহ্য রক্ষায় আমরা নিয়মিতভাবে মনিটরিং করছি। বর্তমানে নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমে মা মাছ রক্ষায় আমরা অভিযান জোরদার করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘন্টা/এম আর/রানা
Leave a Reply