২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : কোন হাঁকডাক নেই, করোনা দূর্যোগে একপ্রকার নীরবে নিভৃতেই ত্রাণ দিয়ে যাচ্ছেন অসহায় মানুষদের মাঝে।
পুরো হালিশহর জুড়েই গরীব দুস্থ মানুষের মাঝে পর পর কয়েকদিন ত্রাণ দিতে দেখা গেল যুবলীগ নেতা রেজাউল করিম ভুট্টোকে।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে তার ত্রান বিতরণের ছবি তুলতে চাইলে অনাগ্রহ দেখান তিনি এ প্রতিবেদককে। কিন্তু নিউজের জন্য ছবি দরকার, এটা বলাতে শেষ পর্যন্ত রাজী হন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখন করোনা ভাইরাস মহামারী চলছে। সেবা দিয়ে মানুষের জন্য কিছু করাই হলো আসল রাজনীতি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা বাংলাদেশের কেউ অভুক্ত থাকবে না।
সেই ঘোষণার প্রেক্ষিতে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মোঃ মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় আমরা প্রায় একমাস ধরে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছি।
বিভিন্নভাবে আমরা জেনেছি অনেক জায়গায় কেউ কেউ কয়েকবার ত্রাণ পাচ্ছে। আবার অনেকে কোন ত্রাণই পাচ্ছে না। সেজন্য যারা আসলেই অসহায় ও পরিবার পরিজন নিয়ে না খেয়ে আছে তাদের লিস্ট সরেজমিনে দেখে তারপরই আমরা ত্রাণ দিচ্ছি।
এ যুবলীগ নেতা আরো বলেন, আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন এলাকার সাংসদ ডা. আফসারুল আমিন। চিকিৎসার কারনে তিনি এমূহুর্তে বিদেশে আটকে থাকলেও তার পরিবারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করছেন।
ইতোমধ্যে তাঁর ছোট ভাই ডা. আরিফুল আমিন, আরশাদুল আমিন, ছেলে ফয়সাল আমিন আমাদের এই মানবিক কাজে এগিয়ে এসেছেন। তারা নিজেরাও এসে অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছেন।
তাছাড়া বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ও মাহমুদা আকতার ফাউন্ডেশন থেকেও সহযোগিতা করা হচ্ছে।
সামনে যুবলীগের কমিটি হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি হেসে বলেন, এসব বিষয়ে চিন্তা করার সময় এখন নয়। মানুষের সাহায্য এগিয়ে আসাই এখন কাজ। তিনি যোগ করে বলেন, মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ নয়।
২৪ ঘণ্টা/ আর এস পি
Leave a Reply