২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত ১১৬২, মৃত্যু ১৯, সুস্থ ২১৪

২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬৯ জন।

এছাড়া নতুন করে আরও ১১৬২ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৭৮২২ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

বুধবার (১৩ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৭৯০০ টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৭১৬২ টি। এছাড়া নতুন করে ২১৪ জনসহ মোট ৩৩৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মৃত্যুবরণ করা ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ৭ জন মহিলা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘন্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *