২৪ ঘণ্টা ডট নিউজ।যশোর (খুলনা) প্রতিনিধি:-খুলনার রূপসায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মীম (৭) নামের ১টি শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রূপসা উপজেলার খুলনা-মংলা সড়কের বাগমারা লকপুর ফিসের নামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মীম উপজেলার নিকলাপুর গ্রামের পরিবহন সুপার ভাইজার (কন্ট্রাক্টর) মো. ইব্রাহিম হোসেন ঝুনার মেয়ে। তারা লকপুর ফিসের সামনে বাসা ভাড়া নিয়ে থাকে।
রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম জানান, শিশু মীম রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই ১টি ট্রাক তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে, ঘটনার পর অবস্থা বেগতিক দেখে চালক ট্রাক ফেলেই পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/নিলয়
Leave a Reply