মণিরামপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা

নিলয় ধর,যশোর প্রতিনিধি:- যশোরের মণিরামপুরে করোনা প্রতিরোধে দায়িত্বপালনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুফল চন্দ্র গোলদার) প্রতিরোধের মুখে পড়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে উপজেলার চালকিডাঙ্গা বাজারে এই ঘটনা ঘটে। এই সময় বিল্লাল হোসেন নামে ১ আনসার-ভিডিপি সদস্য আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করে।

এই দিকে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান (ইউএনও আহসান উল্লাহ শরিফী)। ততক্ষণে দোকানপাট বন্ধ হয়ে বাজার ফাঁকা হয়ে যায়।

অভিযানে থাকা ফায়ারম্যান আব্দুস সালাম বলেন, রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার স্যারসহ আমরা চালকিডাঙ্গা বাজারে যাই। যেয়ে দেখি দোকানপাট খোলা। বাজারে লোকজন রয়েছে অনেক। কেউ সরকারি নির্দেশনা মানছে না। এই সময় গাড়িতে থাকা আনসার-ভিডিপি সদস্যরা নেমে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। লোকজন সরে গিয়ে পরে আবার সংঘবদ্ধ হয়ে আমাদের গাড়িতে হামলা চালায়।

আব্দুস সালাম বলেছেন, ম্যাজিস্ট্রেট স্যারসহ আমরা কোনরকমে সরে আসি। ওইসময় হামলাকারীরা আনসার-ভিডিপি সদস্য বিল্লালকে ধাওয়া দিয়ে পাশের বিলে নিয়ে মারপিট করে। পরে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মণিরামপুর থানার (এসআই) খান আব্দুর রহমান বলেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা হয়েছে শুনে আমরা ঘটনাস্থলে যাই। পরে শুনি ম্যাজিস্ট্রেটের গাড়িতে না এক আনসার-ভিডিপি সদস্যকে তাড়া করেছে লোকজন। আমরা যেয়ে দেখি বাজার ফাঁকা; দোকানপাট বন্ধ।

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দিবাকর মন্ডল বলেন, আনসার সদস্যর আঘাত গুরুত্বর না। তিনি সুস্থ আছেন।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার বলেছেন, এই বিষয়ে আমার কোন বক্তব্য নাই। আপনারা( ইউএনও) স্যারের সাথে কথা বলেন।

একপর্যায়ে তিনি বলেছেন, লোকজন গাড়ির দিকে এগিয়ে আসছিল। তখন আমরা গাড়ি টান দিয়ে চলে আসি।

এই বিষয়ে জানতে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (আহসান উল্লাহ শরিফীর) সরকারি মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা যায়নি।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *