২৪ ঘণ্টা ডট নিউজ:বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে মৃত্যু সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ লাখ এক হাজার ৬১৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত ৪৪ লাখ ৯০ হাজার ৯৫৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন।
করোনায় মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এদিকে যুক্তরাজ্যে ৩৩ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন এ মহামারীতে। এছাড়া ইতালিতে ৩১ হাজারেরও বেশি মানুষ, ফ্রান্স ও স্পেনে ২৭ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসের আক্রমণে মারা গিয়েছেন।
বাংলাদেশে বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত করোনা ভাইরাসে ১৮৮৬৩ জন মানুষ আক্রান্ত এবং ২৮৩ জন মানুষ মৃত্যুবরণ করেছেন।
২৪ ঘণ্টা/মোরশেদ রনী
Leave a Reply