চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, মানুষ দিশাহীন হয়ে পড়েছে। স্বাস্থ্য, খাদ্য ও অর্থ কষ্টে দিন দিন আরো বেশি ধাবিত হচ্ছে। স্বাধীনতা পরবর্তী সময়ে যে অস্থিরতা বিরাজ করছে তা এখন আবারো দৃশ্যমান হতে যাচ্ছে। ধীরে ধীরে দেশ দূর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের ভুল ও একগুয়েমী নীতির কারণে দেশের আজ এ অবস্থা। এর থেকে উত্তোলনে সকল পেশার শ্রমিক ও আম জনতা এক হতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। না হলে এখন যেভাবে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, সামনের দিনগুলোতে খাদ্য সংকটে পরিবার নিয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।
তিনি আজ শুক্রবার (১৫ মে) নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবন থেকে করোনা দূর্যোগে কর্মহীন ও অসহায় জনগোষ্ঠীর জন্য ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের কাছে ত্রাণ হস্তান্তরকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক সালাউদ্দীন লাতু, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল, সাধারণ সম্পাদক মামুন আলম, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আব্বাস খান, সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাশেদ, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply