চট্টগ্রামকে মৃত্যু উপত্যকার দিকে ঠেলে দিবেন না:বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, চট্টগ্রামে দিন দিন করোনা সংক্রমিত রোগী বেড়েই চলছে। মানুষের ভিতর মৃত্যু আতঙ্ক বিরাজ করছে। সরকার কোন প্রকার দায়িত্ববোধের পরিচয় না দিয়ে করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট দিতে গড়িমসি করছে। নমুনা জমা দেওয়ার ৫-৬ দিন লেগে যাচ্ছে রিপোর্ট হাতে আসতে। এভাবে চলতে থাকলে চট্টগ্রাম এক সময় মৃত্যু উপত্যকায় পরিণত হবে। এর হাত থেকে চট্টগ্রামবাসীকে রক্ষা করার জন্য ২৪ ঘন্টার ভিতর করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট দিতে হবে।

মানুষের স্বাস্থ্য, খাদ্য অধিকার নিশ্চিত করে কারফিউ জারি করার আহবান জানান তিনি।

তিনি আজ শনিবার (১৬ মে) নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবন থেকে করোনা দূর্যোগে কর্মহীন, অসহায় জনগোষ্ঠীর জন্য ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের কাছে ত্রাণ হস্তান্তরকালে এসব কথা বলেন।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আলমগীর আলী, আলকরণ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম মিয়া, মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খান, নগর যুবদলের সহ-সম্পাদক তানভির মল্লিক, মো. নওশাদ, জানে আলম বাঁচা প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *