ঠাকুরগাঁও প্রতিনিধিঃবালিয়াডাঙ্গী উপজেলা থেকে গোপনে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাওয়ার সময় যাত্রীসহ একটি মাইক্রোবাস আটক করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ মে) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকা থেকে গোপনে প্রায় ২০ জন যাত্রীকে ঢাকার উদ্দেশ্যে মাইক্রোবাসে নিয়ে যাওয়ার সময় কালমেঘ সোনাডাঙ্গা লালাপুর এলাকার বালিয়াডাঙ্গী টু ঠাকুরগাঁও মহাসড়কের উপজেলা প্রশাসন যাত্রীসহ একটি মাইক্রোবাসকে আটক করে।
জানা যায়, কালমেঘ সোনাডাঙ্গা লালাপুর এলাকার বালিয়াডাঙ্গী টু ঠাকুরগাঁও মহাসড়কে মাইক্রোবাসটি যাত্রী নেওয়ার সময় স্থানীয়রা গাড়িটিকে আটক করে।
পরে বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনকে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশসহ তিনি ঘটনা স্থলে এসে যাত্রীসহ মাইক্রোবাসটি ও গাড়ি চালককে আটক করেন।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, মাইক্রোবাসটি আটক করে বালিয়াডাঙ্গী থানায় রাখা হয়। গাড়ি চালক জামাল হোসাইনকে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রদান করে যাত্রীদের বাড়িতে ফেরত পাঠানো হয় বলে জানান তিনি।গাড়ি চালক জামাল হোসাইন ঢাকা মোহাম্মদপুরের। সে গত ৩ দিন আগে ঢাকা মোহাম্মদপুর থেকে যাত্রী নিয়ে এসে দিনাজপুরের বীরগঞ্জে অবস্থান করছিল। পরে বালিয়াডাঙ্গীর কিছু গার্মেন্টস শ্রমিককে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বালিয়াডাঙ্গীতে আসে।
২৪ ঘণ্টা/এম আর/গৌতম
Leave a Reply