হাটহাজারীতে সরকারি আদেশ অমান্য করে ইফতার মাহফিল, তদন্তে ইউপি চেয়ারম্যান

করোনা সংকটের মাঝে সরকারি আদেশ অমান্য করে ইফতার মাহফিল আয়োজন করলেন ওয়ার্ড মেম্বার।

হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এই ইফতার মাহফিলের  খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে।

করোনা সংক্রমন ঠেকাতে সরকার  যখন দেশে সব ধরণের গণজমায়েত নিষিদ্ধ করছে। তখন হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর  মাদার্শা ইউনিয়ন  ৩ নং ওয়ার্ডে লাল মো. চৌধুরী পাড়া তাহারিকা সাহাবী নূরানী মাদ্রাসায় শুক্রবার (১৫ মে) প্রায়  ৪০০ জনের উপস্থিততে হয়ে গেল ইফতার মাহফিল।

এলাকাবাসীর নিষেধ উপেক্ষা করে ওয়ার্ড মেম্বার এরশাদুল্লাহ আয়োজনে এই ইফতার মাহফিল নিয়ে এলাকাবাসী মাঝে ক্ষোভ ও আতংক ছড়িয়ে  পড়ে।  এলাকাবাসীর অভিযোগ করোনার সময় একজন দায়িত্বশীল জনপ্রতিধিনির এমন কাণ্ডজ্ঞানহীন কাজে তারা  হতবাক।

এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে শনিবার (১৬ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিন ১০ নং মাদার্শা ইউনিয়ন চেয়ারম্যান মো. মনজুর হোসেন চৌধুরীকে বিষয়টি তদন্ত করে জানানোর জন্য নির্দেশ দেন। তদন্তের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রনালয়ে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ ব্যাপারে ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মনজুর হোসেন চৌধুরী বলেন,আজকে ইউএনও স্যার আমাকে ৩ নং ওয়ার্ডে ইফতার মাহফিল আয়োজনের বিষয়টি তদন্তের জন্য বলেছেন। আমি এলাকাবাসির সাথে কথা বলে এর সত্যতা পেয়েছি। তবে অভিযুক্ত মেম্বার এরশাদুল্লাহ ইফতার মাহফিলে তার সংশ্লিষ্টতার বিষয়ে অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিন বলেন, করোনা সংকটে লকডাউনের সরকারি আদেশ অমান্য করে ইফতার মাহফিলের অভিযোগ পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রনালয় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *