দেশে প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য করোনা আক্রান্ত/ শনিবার গড়েছে সর্বোচ্চ রেকর্ড

করোনা আক্রান্ত পুলিশ সদস্য

২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : প্রাণঘাতি করোনা প্রতিরোধে মাঠের সম্মুখযোদ্ধা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।

কোয়ারেন্টাইন নিশ্চিত, অসুস্থ মানুষকে হাসপাতালে নেয়া, করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফনসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সম্মুখে থেকে লড়ছে পুলিশ সদস্যরা।

দেশে শনিবার পর্যন্ত দুই হাজার ৩৮২ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে আটজনের। এ সংখ্যা রাজধানী ঢাকাসহ সারাদেশের সকল পুলিশ ইউনিটের। তবে পুলিশের মোট আক্রান্তের প্রায় অর্ধেক ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত।

পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যায় গতকাল ১৬ মে শনিবার একদিনে গড়েছে করোনা শনাক্তের রেকর্ড। শনিবার একদিনে পুলিশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪১ জনের। আক্রান্তদের মধ্যে ৩৬১ জন সুস্থ হয়েছেন।

ডিএমপির পক্ষ থেকে জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দু’জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

এছাড়া, করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তারা নিয়মিত পুলিশ সদস্যদের খোঁজখবর রাখছেন।

কেন্দ্রীয় পু‌লিশ হাসপাতালে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এর বাইরে ২৫০ শয্যাবিশিষ্ট বেসরকা‌রি ইমপালস হাসপাতাল আড়াই মাসের জন্য ভাড়া নেয়া হয়েছে। সেখানেও আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে সদরদপ্তর।

২৪ ঘণ্টা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *