আগস্ট পর্যন্ত করোনায় ক্ষতিগ্রস্থ কর্মজীবীদের বেতনের দায়িত্ব নিল কানাডা সরকার

কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

২৪ ঘণ্টা ডট আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া কর্মজীবীদের আগামী আগস্ট মাস পর্যন্ত বেতনের দায়িত্ব নিল দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের সহায়তায় জরুরি বেতন ভর্তুকি প্রকল্পের আওতায় ৭৫ শতাংশ মজুরির দায়িত্ব নিয়েছে কানাডার সরকার। প্রতিজনকে সপ্তাহে সর্বোচ্চ ৮৪৭ ডলার সহায়তার এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল জুন মাসে।

তবে সঙ্কট পুরোপুরি না কাটায় আগস্ট পর্যন্ত তা বাড়ানোর ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়া করোনার কারণে যারা চাকরি হারিয়েছেন সেসব কর্মজীবীদের আবারও চাকরি দিতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কানাডার সরকার।

শুক্রবারের ঘোষণায় ট্রুডো বলেন, করোনার কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় বিরোধী দল ডেমোক্র্যাটের পক্ষ থেকে প্রস্তাবিত তিন ট্রিলিয়ন ডলারের সহায়তা বিল কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হয়েছে।

সিনেটে পাস হলেই রাজ্য ও স্থানীয় সরকারে কর্মরত কর্মীরা ও তাদের পরিবারের সদস্যরা সহায়তা পাবেন। এই বিলের আওতায় সহায়তা পাবেন বেকার ও ভাড়াটিয়ারাও।

একজনকে কমপক্ষে ১২০০ ডলার (প্রায় এক লাখ টাকা) করে দেয়া হবে। বিবাহিত হলে দ্বিগুণ পাবেন। এ ছাড়া তাদের ওপর নির্ভরশীল কেউ থাকলে তাদের জন্য একই পরিমাণ অর্থ দেয়া হবে। কমপক্ষে একজন মানুষ তিনজন নির্ভরশীলের জন্য অর্থ পাবেন। সিটিভি নিউজ ও সিএনএন।

কানাডায় যেসব প্রতিষ্ঠানের আয় মার্চে ১৫ শতাংশ এবং এপ্রিল-মে মাসে অন্তত ৩০ শতাংশ কমে গেছে তারাই বেতন প্রকল্পের আওতায় সহায়তার যোগ্য বলে বিবেচিত হবে। তবে প্রয়োজনে এ নীতিতে পরিবর্তন আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

২৪ ঘণ্টা/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *