জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম শহরে আসা/যাওয়া বন্ধ ঘোষণা সিএমপি’র

সিএমপি

২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা মহানগরীতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ আসতে পারবেন না বা নগরীর বাইরে যেতেও পারবেন না বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা।

রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে সিএমপি’র জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিএমপি জানিয়েছে, নগরবাসীর বৃহৎ স্বার্থে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে রবিবার থেকে চট্টগ্রাম নগরীর প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশির ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাতে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম শহরে প্রবেশ বা নগরী থেকে বাইরে যেতে না পারেন, তা নিশ্চিত করতেই তল্লাশির এই ব্যবস্থা।

তবে জরুরী সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে জানিয়ে সিএমপির বিজ্ঞপ্তিতে করোনা ঠেকাতে নগরীতে এই নিয়ন্ত্রিত চলাচলের ব্যাপারে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে সিএমপি।

আশঙ্কা করা হচ্ছে, ঈদ সামনে রেখে লোকজনের চট্টগ্রাম ত্যাগের ফলে করোনা ভাইরাস গ্রাম পর্যায়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে রবিবার থেকে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত চট্টগ্রাম শহরে প্রবেশ বা নগর থেকে বাহিরে যেতে না পারেন সেজন্য এ ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *