২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৭৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে নগরীর ৪৮ জন এবং উপজেলায় ২৫ জন। এছাড়া নগরীর পুরাতন ৬ রোগীর আবারও করোনা পজেটিভ এসেছে।
চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২৪৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে মহানগরে ২৩, বোয়ালখালী ৪, সীতাকুণ্ড ৩, পটিয়া ৫, রাঙ্গুনিয়া ৫, এবং লক্ষীপুর জেলায় ১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে নগরের ৩ জনের পুনরায় করোনা পজেটিভ এসেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু) শুক্রবার ৮৭টি নমুনা পরীক্ষা করে ভিন্ন জেলার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষা করে নগরীতে ৩১, উপজেলায় ২ এবং কুমিল্লার ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৩ জনের পুনরায় করোনা পজেটিভ এসেছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রাম জেলার ৩৭টি নমুনা পরীক্ষা করে লোহাগাড়ার ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের ৫ জন এবং লোহাগাড়া মা-মণি হাসপাতালের ১ জন আছেন।
আজ রবিবার (১৭ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫০১টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৩ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৮৯ জন।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী বলেন, রোববার চমেকের ল্যাবে তিনজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০০ জন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply