শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ পরিবারে করোনার হানা/ ভাইসহ গ্রুপের ৬ সদস্য আক্রান্ত

এস আলম গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীসহ ৬ জন করোনা আক্রান্ত

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

এর মধ্যে এস আলম চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ৫ ভাই ও তার এক ভাইয়ের স্ত্রীও রয়েছে। তারা প্রত্যেকেই নগরীর চট্টগ্রাম শহরের পাঁচলাইশস্থ সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের বাসিন্দা।

গতকাল ১৭ মে রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষা করে নগরীতে নতুন যে ৩১ জনের শরীরে করোনার অস্থিত্ব মিলেছে তাদের মধ্যে এ ৬ জনের নাম রয়েছে বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

জানা যায়, গতকাল তাদের রিপোর্ট পজেটিভ আসার পরেই পাঁচলাইশস্থ সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ওই ভবনটি লকডাউন করে দিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ। বর্তমানে করোনা আক্রান্ত এস আলম পরিবারের সকল সদস্য ওই বাড়িতেই অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

করোনা আক্রান্ত এস আলম গ্রুপ পরিবারের সদস্যরা হলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের এক ভাইয়ের স্ত্রী ফারজানা পারভীন (৩৬), গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের ভাই ৫৩ বছর বয়সী আবদুস সামাদ (লাবু), এস আলম গ্রুপের পরিচালক ও চেয়ারম্যানের ভাই রাশেদুল আলম (৬০)।

তাছাড়া একই গ্রুপের মালিকানাধীন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, গ্রুপের পরিচালক ওসমান গণি (৪৫) এবং গ্রুপের মালিকানাধীন অপর ব্যাংক এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম (৬২) শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *