সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ৩৫ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

চলতি বছরের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর সরকারী কারিগরী মহাবিদ্যালয় হতে এ পর্যন্ত ৩৫ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার খবর পাওয়া গেছে। গত বছর এর সংখ্যা ছিল ৩০ জন।

এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সৈয়দপুর টেকনিক্যাল কলেজ থেকে যারা মেডিকেলে চান্স পেয়েছে তারা হলো- ঢাকা মেডিকেল কলেজে নূরনবী (৪৪) ফেরদৌস (২৩) ও কথা (১৪৮), সলিমুল্লাহ মেডিকেল কলেজে আসরিন, ওমর ফারুক ও রিফাত, সোহরাওয়ার্দীতে রাফিয়া, রংপুর মেডিকেল কলেজে সাকিব, বুলবুল, সাদিক, পল্লবী, সানজিদা, ঐশী ও কথিকা রায়, সাতক্ষীরা মেডিকেল কলেজে অর্জুন, নোয়াখালি মেডিকেল কলেজে রোজা, ভবতোষ, আনিকা বুশরা, সিরাজগঞ্জ মেডিকেলে মেজবা, সাম্য পাল, টাঙ্গাইল মেডিকেল কলেজে জাকি, গোপালগঞ্জ মেডিকেলে একা, বগুড়া মেডিকেল কলেজে জাকিয়া সুলতানা, মুন, আরোফিন মাহমুদ, দিনাজপুর মেডিকেল কলেজে তৌসিফ, দিগন্ত, চট্টগ্রাম মেডিকেল কলেজে ফিজা, সিলেট এম এ জি তে নাঈম শাহরিয়ার, ময়মনসিংহ মেডিকেল কলেজে অদ্বৈত, রাঙ্গামাটিতে মুমতাহীনা মীম, নওগাঁ মেডিকেল কলেজে তকি তাজওয়ার, কুষ্টিয়া মেডিকেল কলেজে মিথুন, তাসরিয়ান, পাবনা মেডিকেল কলেজে নোবেল এবং সাব্বির ও তারিক এর কলেজ সম্পর্কে এখনও কোন নির্ভরযোগ্য তথ্য জানা যায়নি।

সৈয়দপুর টেকনিক্যাল কলেজ কর্তৃপক্ষও এ ব্যাপারে সঠিক কোন তথ্য দিতে পারেনি তবে তারা মেডিকেলে চান্স পেয়েছে এ ব্যাপারে জোড় দিয়ে বলেছেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *