বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন মুরাদপুরস্হ আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে আজ ২৫ রমজান মঙ্গলবার (১৯ মে) সকালে নগরীর সিএনজি চালক, অটো-রিক্সা চালক ও কর্মহীন মেহনতি মানুষের মাঝে।
দীর্ঘদিন লকডাউনে নগরীর সিএনজি চালকেরা মানবেতর জীবন যাপন করছে।
এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, বৈশ্বিক মহামারী করোনা নিয়ে শুরু থেকে শাসকদল তথ্য গোপন করেছে। সরকার সঠিক প্রস্তুতি নিয়ে কার্যকরী পদক্ষেপ নিলে অবস্থা এমন হতো না। সারা বিশ্ব যখন মহামারীতে মানবিক আচরণ করতেছে আমাদের শাসকগোষ্ঠী ব্যস্ত লুটপাটে। এই দুঃসময়ে ইতালির মাফিয়ারাও মানুষের পাশে দাঁড়িয়েছে অথচ মুক্তিযুদ্ধের চেতনার নামধারী আওয়ামীলীগ ত্রাণ-অনুদান নগদ বরাদ্দ লুটপাটে মরিয়া। বিনা ভোটের অবৈধ সরকার সরকারী অর্থ নয়-ছয় করেই করোনা মোকাবেলা করতেছে। সরকারের সদিচ্ছা থাকলে গণস্বাস্থ্যের কিট নিয়ে এতো জল-ঘোলা করতো না। এখনও নাটক চলমান শাসকগোষ্ঠি চাইলেই গণস্বাস্হের কিট দিয়ে অনেক বেশি টেস্ট করতে পারতো। শুধু মাত্র কিট পাশের দেশ থেকে আমদানী করার জন্যই সরকার ধীরে চলো নীতিতে অনঢ়।
তিনি বলেন,দেশের শীর্ষ স্থানীয় আকিজ শিল্প গ্রুপ বিনা পয়সায় করোনা চিকিৎসা দেওয়ার জন্য গণস্বাস্থ্যের ডাঃ জাফর উল্লাহর পরামর্শে ৩০০ বেডের অস্হায়ী হাসপতাল তৈরী করলো সম্পূর্ণ নিজ খরচে কিন্তু মুক্তিযোদ্ধা ডাঃ জাফর উল্লাহ্ সাহেবের রাজনৈতিক ভিন্ন পরিচয়ের অজুহাতে ঐ হাসপাতাল আর আলোর মুখ দেখিনি। সরকার চাইলে আরো ১ মাস আগেই হাসপাতালে সেবা চালু করতে প্রস্তুত ছিলো আকিজ গ্রুপ। উল্টো বসুন্ধরা গ্রুপের কনভেনশানে সরকার প্রায় ৪০ কোটি টাকা খরচ করে অস্হায়ী হাসপাতাল করলো তাও এখনো চালু করতে পারেনি। সরকারী অর্থ লুটপাটের বড় উদাহরণ আর কি হতে পারে ?
শাহেদ বলেন, সামান্য চাউলের লোভ যে দল সামলাতে পারে না সেই আওয়ামীলীগের নেতাদের মুখে বিএনপি’র ত্রাণ বিতরণ নিয়ে সমালোচনা মানায় না। বিএনপি জনগণের দল। মানুষের পাশে ছিলো থাকবে-ইনশাআল্লাহ।
তিনি এসময়, সবাইকে করোনা আক্রান্ত রোগীদের প্রতি মানবিক আচরণ করার অনুরোধ জানান। যে কেউ আক্রান্ত হতে পারেন কারণ বারো-আউলিয়ার পূণ্য ভূমি বীর চট্টলা আজ করোনার হট-স্পটে পরিণত হয়েছে।
তিনি বলেন, সরকারের ভুল পদক্ষেপে মার্কেট, শিল্প, কল-কারখানা খুলে দেওয়ায় প্রিয় চট্টগ্রাম আজ করোনায় সয়লাভ।
এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ আলী সাকী, সি.যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, ওমর ফারুক, গুলজার হোসেন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম বাবু, সদস্য জাহেরী মাসুদ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, সাহিদুল ইসলাম মাসুম, জাবেদ আলী, সৌরভ বড়ুয়া, মোঃ নাছির, জুনায়েদ রানা, হাসান তোফা, মোঃ জাবেদ, সোলাইমান মনা, শাহাদাত হোসেন, জাবেদ প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply