২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দেশের মতো বন্দর নগরী চট্টগ্রামে ও সাধারণ মানুষের জন্য টিসিবির ন্যার্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ ১৯ মে মঙ্গলবার নগরীর দামপাডা, কাজির দেউরি, নিউমার্কেট, টাইগারপাশ, কোতোয়ালি, সদর ঘাট, মাঝির ঘাট, আন্দরকিল্লা, জামাল খান, ২ নং গেইট আগ্রাবাদ দামপাডাসহ ৪০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্রি হয়েছে টিসিবির পণ্য।
প্রতিটি পয়েন্টে টিসিবি নিযুক্ত ডিলারগণ ন্যায্যমূল্যে গুডা দুধ, চিনি, চা- পাতা, আদা, পেয়াজ, ময়দা, মশুর ডাল, নুডলস, সয়াবিন তেল, খেজুর ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে বিক্রি করেছেন।
সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে নানা শ্রেণী পেশার মানুষ ন্যায্যমূল্যে এসব ভোগ্যপণ্যে ক্রয় করছে। শুক্রবার ছাড়া, সপ্তাহে ৬ দিন সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত নগরীতে টিসিবির ভোগ্যপণ্যে বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন টিসিবির ডিলাররা।
২৪ ঘণ্টা/শারমিন সুমি/ আর এস পি
Leave a Reply