হাজার মাস অপেক্ষা উত্তম রাত পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকলকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন।
করোনা প্রেক্ষাপটে পবিত্র শবে কদরের রাতে নিজ নিজ ঘরে বসে আল্লাহর ইবাদত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা প্রার্থনা করি পরম করুণাময় মহান আল্লাহ যেন বিশ্ববাসীকে এ মহামারি থেকে রক্ষা করেন। তিনি ঘূর্ণিঝড় আম্ফান থেকেও জনগণের হেফাজত কামনা করেন।
তিনি বলেন, বিশ্বের সকল মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল কদরের রজনী পবিত্র ও কল্যাণময়। রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। পবিত্র কোরান শরীফে এ রাতকে হাজার মাস অপেক্ষা উত্তম বলে ঘোষণা করা হয়েছে। এ কারণেই এই রাতের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি মুসলমানদের কাছে। তাই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ধর্মপ্রাণ মুসল্লিরা এই রাতে ইবাদত বন্দেগিতে নিয়োজিত থাকবেন। তবে, করোনা সঙ্কটের কথা মাথায় রেখে শব-ই-কদরের ইবাদত এবার ঘরে বসেই পালন করার আহবান জানান তিনি।
এই পবিত্র রাতের উসিলায় করোনা মহামারী ও ঘূর্ণিঝড় আম্ফান থেকে হেফাজত কামনা করে আল্লাহ্র দরবারে দোয়া করেন তিনি।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply