উপহার নিয়ে করোনা যোদ্ধাদের পাশে এপেক্সিয়ান বেলাল

বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত ধৈর্য্য এবং সাহসিকতার সাথে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান দূর্যোগপূর্ণ সময়ে এদেশের মানুষের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাচ্ছেন।

ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য তাদের জীবন উৎর্সগ করেছেন।

পুলিশের এই ধরনের কর্মকান্ডের কৃতজ্ঞতা স্বরুপ আজ বুধবার (২০ মে) আর্ন্তজাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জেলা-৩ এর গভর্নরের পক্ষ থেকে করোনা থেকে মুক্ত থাকার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল- ১ হাজার পিস মাস্ক, ১ হাজার পিস গ্লাভস, ২০০ পিস হ্যান্ড স্যানিটাইজার এবং ১০০ পিস চশমা।

উপহার সরূপ পণ্যগুলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মাহাবুবর রহমান এর নিকট হস্তান্তর করেন এপেক্স জেলা-০৩ এর ডিজি এপেক্সিয়ান বেলাল হোসেন।

এসময় সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এপেক্সিয়ান মো. বেলাল হোসেন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এই করোনা ভাইরাসের সময় পুলিশ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। তাই তাদের সুরক্ষার জন্য এই সুরক্ষাসামগ্রী কিছুটা হলেও সাহায্য করবে।

উল্লেখ্য, এর আগে সিএমপির বন্দর জোনের পুলিশের কার্যক্রমে সহায়তা সরূপ করোনাকালীন সময়ের জন্য একটি এ্যাম্বুলেন্সও প্রদান করেন তিনি।

এছাড়া এপেক্সিয়ান বেলাল ইতিমধ্যে হাজারের উপর মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন এবং নির্দিষ্ট কিছু অসহায় পরিবারকে তিনি নিয়মিত সহযোগীতা করে যাচ্ছেন।

এপেক্সিয়ান বেলাল চট্টগ্রামের কয়েকটি বস্তিতে করোনা থেকে মুক্ত থাকতে হাত ধোয়ার জন্য পানির জার এবং সাবানের ব্যবস্থা করেছেন।

বেলাল বলেন, এই দুর্যোগকালীন সময়ই হলো মানুষের পাশে দাঁড়ানোর উত্তম সময়। এখন মানুষের পাশে দাঁড়াতে না পারলে কখন দাঁড়াব? তিনি এপেক্স জেলা-০৩ অধীন যে সকল ক্লাবগুলো অসহায় মানুষের পাশে সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবাইকে করোনা ও আম্ফানের দুর্যোগকালীন সময়ে আরও সহযোগীতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন।

২৪ ঘন্টা/এম আর

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *