২৪ ঘণ্টা জেলা সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুরে একটি মৃত মাছ ভাসতে দেখে মাছ নিতে পানিতে নামে কৃষক ইউসুফ আলী (৩২)।
এর আগেই পল্লী বিদ্যুতের খুঁটি থেকে তার ছিড়ে পানিতে পড়ে থাকায় কৃষক ইউসুফ পানিতে নেমে বিদ্যুতায়িত হয় এবং আর্তনাদ করতে থাকে।
তার অবস্থা দেখে অপর কৃষক শহিদুল ইসলাম (৫২) ইউসুফকে বাঁচাতে পানিতে নামলে দুজনই বিদ্যুতায়িত হয়ে মারা যান।
বুধবার (২০ মে) সকালে ঘটনাটি ঘটে। কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামগ্রাম ইউনিয়ন পরিষদের পাশের পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করেন বুলবুল নামে এক ব্যক্তি। ওই পুকুরের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির একটি খুঁটি আছে।
সকাল সাড়ে ৮টার দিকে খুঁটিটির কাছে একটি মরা মাছ ভাসছিল দেখে সেটিকে তুলে আনার জন্য পুকুরে নামেন কৃষক ইউসুফ আলী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর্তনাদ করতে শুরু করলে তাকে বাঁচাতে প্রতিবেশি শহিদুল ইসলাম পানিতে নামেন।
কিছুক্ষণ পরে দু’জনেই মারা যান। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়দের ধারণা, বিদ্যুতের খুঁটির জিআর কিংবা অন্য কোনো সংযোগের তার ছিঁড়ে পড়ার কারণে পানি বিদ্যুতায়িত হয়েছিল। আর এতেই দুই কৃষকের মৃত্যু হয়।
তবে পুলিশ জানিয়েছে এ ধরনের কোনো অভিযোগ তারা পাননি। লাশ দুটির সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানালেন কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান।
২৪ ঘণ্টা/আর এস পি
Leave a Reply