মোবাইল কোর্ট /নগরীর বিভিন্ন এলাকায় দোকান খোলা, সামাজিক দুরত্ব না মানায় জরিমানা

সামাজিক দুরত্ব না থাকায় জরিমানা

২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সেনাবাহিনীর জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজ ২০ মে বুধবার চট্টগ্রাম নগরীর বাকলিয়া, সদরঘাট, কোতোয়ালি​, ডবলমুরিং, আগ্রাবাদ, চৌমুহনি, বডপোল, হালিশহর ফইললা তলী বাজার ও নয়া বাজার​ এলাকায় জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

করোনা পরিস্থিতি এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে চলমান অভিযানে মুদির​ দোকানে​ মূল্যের তালিকা​ না টাঙানোর অপরাধে এবং​ খুচরা কাপড়ের দোকানে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি না মেনে দোকান খোলা রেখে কাপড় ও জুতা​ বিক্রি করার অপরাধে​ ৪ দোকানদারকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে উল্লেখিত এলাকায় অবস্থিত বিভিন্ন ব্যাংকও পরিদর্শণ করেন ভ্রাম্যমান আদালত।

ব্যাংকে​ আসা​ গ্রাহকরা​ যাতে​ সামাজিক​ দূরত্ব বজায় রেখে অর্থিক লেনদেন​ কার্যক্রম সম্পন্ন করে,​ সেই​ বিষয়ে​ ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের ও ব্যাংক এ লেনদেন করতে​ আসা গ্রাহকদের​ সতর্ক থাকার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

এদিকে আজ একই দিনে জেলা প্রশাসনের পৃথক অপর একটি ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর।

তার নেতৃত্বে নগরীর বন্দর, ইপিজেড, পতেঙ্গা, পাহাড়তলী, আকবরশাহ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে বৈরি আবহাওয়ার কারণে মানুষ​ যাতে বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তা ঘাটে​ ঘোরাঘুরি​ না করে সেই​ বিষয়ে সাধারণ মানুষদেরকে​ সতর্ক করা হয়।

একই সাথে​ উল্লেখিত এলাকায় মুদি দোকানগুলোতে​ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা​ টাঙানো এবং অধিক দামে পণ্যে বিক্রি​ না​ করার​ জন্য​ ব্যবসায়ীদের​ সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। তিনি অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

২৪ ঘণ্টা/ শারমিন সুমি/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *