ছিন্নমূল পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরন অব্যাহত রেখেছে ইতিহাস চর্চা কেন্দ্র

ছিন্নমূল পথশিশুদের খাবার বিতরণ

২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : করোনা মহামারীতে গত ৩৬ দিন ধরে চট্টগ্রাম নগরীর ভবঘুরে বৃদ্ধ নর নারী এবং ছিন্নমূল পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরন অব্যাহত রেখেছে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)।

তাছাড়া একই সংগঠনের উদ্দ্যেগে নগরীতে অসহায় হয়ে পড়া গৃহবন্দী দুস্থ অসহায় ২৭০ পরিবারকেও খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে। ইতিহাসবিদ লেখক সোহেল মো. ফখরুদ-দীনের বাসায় রান্না করে প্রতিদিন নগরীর বিভিন্ন পথে পথে এই খাবার বিতরন করেন ইতিহাস কর্মীরা।

গতকাল ২০ মে বুধবার ৩৬ তম দিনে চট্টগ্রাম নগরীর বাদুরতলা, জামতলা জামে মসজিদ, চকবাজার, ড.মুহম্মদ এনামুল হক সড়ক, চট্টগ্রাম কলেজ পশ্চিম গেইট এলাকার অভুক্তদের মাঝে খাবার বিতরন করা হয়।

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও ইতিহাসের মানুষখ্যাত সোহেল ফখরুদ-দীনের “মানুষ মানুষের জন্য” এই শ্লোগানে অসহায়দের সহায়তায় এ কর্মসুচী করোনার বিপদে চলমান থাকবে।

খাদ্যবিতরন কালে গতকাল উপস্থিত ছিলেন এই কর্মসুচীর উদ্যোক্তা ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো.ফখরুদ-দীন, মানবতাবাদী মাওলানা রেজাউল করিম তালুকদার, সাংবাদিক ও আলোকচিত্রী সমীরন কান্তি পাল, ইতিহাসবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, মোহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, এবিএম মাসুদ, কাজী মো. আরাফাত প্রমুখ।

২৪ ঘণ্টা/নুর মোহাম্মদ রানা/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *