২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ সুলতানাত অব ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাউজানের মো. লোকমান হোসেন (৪৮)।
সে উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গ্রামের এনায়েত ফকির বাড়ির মৃত নজির আহমেদ এর ১ম পুত্র।
প্রবাসী মো. লোকমান হোসেন দীর্ঘদিন যাবত ডায়বেটিস রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর ওমানের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাউজানের ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ দিদারুল আলম বলেন, করোনা ভাইরাসে মৃত্যুর বিষয়টি আমি মো. লোকমানের পরিবারের সদস্যদের দ্বারা নিশ্চিত হয়েছি।
বিবাহিত জীবনে সে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। লোকমানের আবুধাবী প্রবাসী ছোট ভাই মো. হারুণ (৪০)ও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। সেও দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
২৪ ঘণ্টা/নেজাম রানা/আর এস পি
Leave a Reply