মনিরামপুরে আম্ফানে নিহত ৫ : ক্ষয়-ক্ষতি পরিদর্শনে প্রতিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান

নিলয় ধর,যশোর প্রতিনিধি:- সুপার সাইক্লোন আম্ফানে গাছ ও ঘর চাঁপা পড়ে মনিরামপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে মনিরামপুরের উপর দিয়ে প্রবল বেঁগে বয়ে যাওয়া আম্পানের আঘাতে ফসলি ক্ষেত, গাছপালা, ঘরবাড়িসহ ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুত ও মোবাইল নেটওয়ার্কসহ এলাকার বহু রাস্তাঘাট। তবে সরকারীভাবে এখনও পর্যন্ত কোন প্রকার ক্ষয়-ক্ষতির হিসেব দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে , উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পার খাজুরা গ্রামের ওয়াজেদ আলী মোড়ল (৫৫) ও তার ছেলে ইছা মোড়ল (২২) ঘরের উপর গাছ চাপা পড়ে মৃত্যু বরন করেন। একই গ্রামের ঋষিপাড়ার খোকন দাস (৬০) ও তার স্ত্রী রঙ্গ দাসি (৫৫)) এবং দাই পাড়ার জবেদ আলীর স্ত্রী জয়গুন বেগম (৪৮) গাছ ও ঘরের দেওয়াল চাঁপা পড়ে মৃত্য়ু বরন করেন। এছাড়াও চাকলা ও চাঁপাতলা গ্রামের ২ জন ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে স্থানীয় সংসদ সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি দ্রুত বিদ্যুত ও যতায়াত ব্যবস্থা উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এই দিকে ঝড়ের কবলে পড়ে নিহতের খবর পেয়ে মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম নিহতদের বাড়িতে হাজির হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *