২৪ ঘণ্টা জেলা সংবাদ : কয়েকদিন ধরে করোনা উপসর্গ জ্বর, কাশি ও ডায়রিয়ায় ভুগছিলেন বগুড়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল। এ কদিন বগুড়া শহরের কালিতলা এলাকার বাসায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
গতকাল ২১ মে বৃহস্পতিবার রাতে পুতুলের অসুস্থতা বেড়ে গেলে স্বজনরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। একই দিন রাত সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু। তিনি জানান, করোনার উপসর্গ থাকায় দু’দিন আগে তার নমুনা সংগ্রহ করে শজিমেকের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এই নমুনা পরীক্ষার ফলাফল এলে বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন নাকি অন্য কোনো অসুস্থতায় মারা গেছেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল ১৯৯৬ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।
২৪ ঘণ্টা/আর এস পি
Leave a Reply