জামালপুর প্রতিনিধি:বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবি’র উপর আস্থা রেখে শ্রমিক,কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) সকালে জামালপুর শহরের বানিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এবং জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ এর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনিসুর রহমান, জামালপুর ব্যাটা লিয়ন (৩৫ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ (এসইউপি), পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও অত্র ওয়ার্ডের কাউন্সিল জামাল পাশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর/মেহেদী
Leave a Reply