চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এখনও করোনামুক্ত হননি। তার তৃতীয় দফার করোনা রিপোর্টও পজিটিভ এসেছে।
শনিবার (২৩ মে) ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষায় তার আবার করোনা পজিটিভ আসে। প্রকাশিত রেজাল্ট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ১০ মে বিআইটিআইডিতে পরীক্ষায় মহিউদ্দিনের ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীনের নমুনায় করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ১১ মে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী, দুই মেয়ে এবং পাঁচজন গৃহ পরিচারিকার নমুনা সংগ্রহ করা হয়।
১২ মে বিআইটিআইডি থেকে জানানো হয় হাসিনা মহিউদ্দিনসহ তিনজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। এরপর ১৬ মে দ্বিতীয় দফার রিপোর্টেও হাসিনা মহিউদ্দিনের করোনা পজিটিভ আসে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply