ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি:সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রবিবার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আমিরাতের সকল মসজিদ ও ঈদগাহ গুলো বন্ধ থাকাতে দেশটিতে মুসল্লীরা ঘরে ঘরে ঈদের নামাজ আদায করেছে।
এখানে ঈদের নামাজ সকাল ৫.৪৩টা হতে ৫.৫২ টার মধ্যে অধিবাসীরা ঈদের নামাজ আদায় করেছেন। মসজিদে ঈদের নামাজ নামাজ না হলেও নামাজের দশ মিনিট আগে তাকবির (তাকবির আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লাহিলাহা হিল্লাহু আল্লাহু আাকবর…) প্রচার করা হয়।
সংযুক্ত আরব আমিরাত জুড়ে ঈদের নামাজের সময় নিম্নরুপ ছিল। আবু ধাবি: সকাল সাড়ে ৫.৫২ টা দুবাই: সকাল ৫.৪৭ টা শারজাহ: সকাল ৫.৪৬ টা আজমান: সকাল ৫.৪৬ টা উম্মে আল ক্বওয়াইন: সকাল ৫.৪৫ টা রাস আল খাইমাহ: সকাল ৫.৪৩ টা ফুজাইরাহ: সকাল ৫.৪৪ টা আল আইন: সকাল ৫.৪৬ টা আল ধফরা: সকাল ৫. ৫৭ টা ঈদের নামাজ শেষে প্রবাসীরা নিজ নিজ স্হান বা ঘর হতে টেলিফোন বা অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।
আমিরাতে দেশীয় প্রবাসীরাসহ এখানকার স্হানীয়রা ও অন্যান্য দেশের প্রবাসীরা কেউ নিতান্তি প্রয়োজন ছাড়া তেমন একটা বাহিরে যাচ্ছে না।
উল্লেখ্য যে আমিরাতে জুড়ে সকাল ছযটা থেকে রাত আটটা পর্যন্ত লোকজন বাহিরে যেতে পারেন। তবে শিল্প এলাকা আর লেবার ক্যাম্প এলাকাথে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাহিরে যাবার অনুমতি আছে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply