২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : শরীরে প্রাণঘাতী ভাইরাস। তবুও দমে যাননি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা।
সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে লড়তে চান তারা। আজ ২৪ মে রবিবার দুপুরে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার গ্রহণ শেষে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষ থেকে আজ রবিবার করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ঈদ উপহার প্রদান করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২১ জনসহ মোট ৪৮ জনকে এই উপহার প্রদান করা হয়।
তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও আমাদের পুলিশ সদস্যদের মনোবলে চিড় ধরেনি। এসময় তারা সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রত্যয় ব্যক্ত করেন।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply