ভুজপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত/আহত ৫ পুলিশ

ফটিকছড়ি ভুজপুরে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর থানাধীন আন্ধারমানিক গলাচিপার টেক এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছে ধর্ষণ মামলায় অভিযুক্ত এক আসামি। এ ঘটনায় আহত হয়েছেন থানা পুলিশের পাঁচ সদস্য।

আজ ২৪ মে রবিবার ভোরে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি কিরিচ, চারটি গুলি উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ।

বন্দুকযুদ্ধে নিহতের নাম মো. হেলাল উদ্দিন (৩২)। তিনি ফটিকছড়ি উপজেলার পশ্চিম ভুজপুর গ্রামের মো. জাফর আলমের ছেলে। তার বিরুদ্ধে দুই খালাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ছাড়াও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

তিনি জানান, রবিবার ভোরে দুই খালাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে গত শনিবার বিকেলে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত প্রধান আসামি হেলাল উদ্দিনকে গ্রেফতার করতে গলাচিপার টেক এলাকায় যায় ভুজপুর থানা পুলিশের একটি টিম।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায় ধর্ষণ মামলার আসামি হেলাল। পুলিশও এ সময় পাল্টা গুলি করে। এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হেলালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন-ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন, এসআই প্রবীণ, এসআই রাশেদুল হাসান, এএসআই কল্পরঞ্জন চাকমা ও কনস্টেবল মো. জাহিদ।

প্রসঙ্গত : গত ২২ মে শনিবার সকাল ১১টার দিকে ভূজপুর কাজীরহাট বাজার থেকে ফেরার পথে দুই খালাতো বোনকে অপহরণ করে নিয়ে যায় হেলাল ও তার সন্ত্রাসী বাহিনী। পরে আন্ধারমানিক গলাচিপার টেক এলাকায় জঙ্গলে নিয়ে ১০ জন মিলে তাদের ধর্ষণ করে ফেলে যায়।

এ ঘটনায় একই দিন রাতে থানায় মামলা দায়ের করেন ধর্ষিতাদের খালা। মামলার পর শনিবার রাতে অভিযান চালিয়ে হালিম (২৫) ও সুমন (২৩) নামে দুই আসামিকে পুলিশ গ্রেফতার করে।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *